JP Nadda's Bengal Visit: 'আগে সোনার বাংলা ছিল, এখন সেটা দুর্নীতিগ্রস্ত', তোপ BJP সভাপতির

Continues below advertisement
একদিকে যখন বনগাঁয় Mamata Banerjee-র সভা, অন্যদিকে তখন Hastings-এ বিজেপির কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত দলের সর্বভারতীয় সভাপতি JP Nadda। সেই অনুষ্ঠানে প্রাথমিক বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। এদিন JP Nadda নানা বিষয়ে Mamata Banerjee-কে আক্রমণের নিশানা বানিয়েছেন। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি লকডাউন প্রসঙ্গ উল্লেখ করে অভিযোগ করেন, 'বাংলায় BJP সাংসদের কাজ করতে দেওয়া হয়নি। উদ্দেশ্যপ্রণোদিত গৃহবন্দি করে রাখা হয়েছিল। তার মধ্যেও তাঁরা দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন।' তিনি দাবি করেন, 'আগে যে বাংলা সংস্কৃতি ও সোনার বাংলার জন্য পরিচিত ছিল, সেই বাংলায় এখন দুর্নীতি, হিংসা, স্বজনপোষণ চলছে।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram