Nadda at Diamond Harbour: নাড্ডার ডায়মন্ড হারবারে ঢোকার পথে ব্যাপক ইটবৃষ্টি, আক্রান্ত এবিপি আনন্দ, ভাঙল পুলিশের গাড়ির কাচও

Continues below advertisement
জেপি নাড্ডার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে আচমকাই মুহুর্মুহু ইটবৃষ্টি। Kailash Vijayvargiya-র গাড়িতেও হামলা হয়। হামলা ABP Ananda-র গাড়িতেও। কাচ ভাঙল এবিপি আনন্দর গাড়িরও। কাচ ভাঙে বিজেপি নেতাদের গাড়িরও। আজ Abhishek Banerjee-র লোকসভা এলাকায়  JP Nadda-র সভা, ইতিমধ্যেই শুরু হয়েছে সভার প্রস্তুতি। কিন্তু সেই সভার পথে আমতলা থেকে শিরাকোলে দফায় দফায় তৃণমূলের অবরোধ। শিরাকোল মোড় পার হতেই গাড়ি লক্ষ্য করে মুহূর্মুহূ ইটবৃষ্টি। ভাঙল পুলিশের গাড়ির কাচও। ভাঙা হয়েছে নিরাপত্তাক্ষীর গাড়িও। ডায়মন্ড হারবারের উদ্দেশে যাওয়ার সময়ে বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয় দফায় দফায় আটকাল শিরাকোল মোড়ে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram