JP Nadda’s Meeting at Diamond Harbour: উড়ে এল আদলা ইঁট, আক্রান্ত এবিপি আনন্দ, কোনওক্রমে আঘাত এড়ালেন প্রতিনিধিরা

Continues below advertisement

জেপি নাড্ডার ডায়মন্ড হারবারে হওয়ার পথে আচমকাই মুহুর্মুহু ইটবৃষ্টি। কাচ ভাঙল এবিপি আনন্দর গাড়িরও। কাচ ভাঙল বিজেপি নেতাদের গাড়ির কাচও। আজ Abhishek Banerjee-র লোকসভা এলাকায়  JP Nadda-র সভা, ইতিমধ্যেই শুরু হয়েছে সভার প্রস্তুতি। কিন্তু সেই সভার পথে আমতলা থেকে শিরাকোলে দফায় দফায় তৃণমূলের অবরোধ। শিরাকোল মোড় পার হতেই গাড়ি লক্ষ করে মুহূর্মুহূ ইটবৃষ্টি। ভাঙল পুলিশের গাড়ির কাচ। ভাঙা হয়েছে নিরাপত্তাক্ষীর গাড়িও। ডায়মন্ড হারবারের উদ্দেশে যাওয়ার সময়ে বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয় দফায় দফায় আটকাল শিরাকোল মোড়ে। এখানে পথ অবরোধ করেছিল তৃণমূল কংগ্রেস।
সরাসরি সম্প্রচারের খবর করার পথে আক্রান্ত হয় এবিপি আনন্দও। উড়ে আসা মুর্হুমুর্হু আদলা ইঁটের মধ্যে কোনওক্রমে আঘাত এড়ান আমাদের প্রতিনিধিরা। তবে ইঁটের ধাক্কায় ভেঙে যায় গাড়ির কাচ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram