সংস্কারের জন্য ২০১১-তে কালীমূর্তি সরানো হয়েছিল, আজও স্থাপিত হয়নি, ফাঁকা পড়ে রয়েছে কপালকুণ্ডলা কালী মন্দির
Continues below advertisement
মহা ধূমধামে কালীপুজো হওয়ার কথা। অথচ পূর্ব মেদিনীপুরের কাঁথির কপালকুণ্ডলা মন্দিরে নেই প্রতিমা। মন্দির সংস্কারের জন্য ২০১১-তে প্রতিমা সরানো হলেও এখনও তা স্থাপিত হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয় প্রশাসনের আশ্বাস, দ্রুত মন্দির সংস্কারের কথা ভাবা হচ্ছে।
Continues below advertisement