আশ্বিনের সকালেও মুখভার আকাশের, নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে কি শহর?
Continues below advertisement
আশ্বিনের সকালেও মুখভার আকাশের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে নিম্নচাপ। তার জেরে রাজ্যের উপকূলবর্তী ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
ইতিমধ্যেই ভোররাত থেকে মালদা জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বেশ কয়েকটি নীচু এলাকা জলমগ্ন।
Continues below advertisement
Tags :
Alipore Metereological Department Weather News Weather Report ABP Ananda LIVE Depression Abp Ananda