ট্রেনে যাত্রী সংখ্যা কম হলেও কাটোয়া লোকাল চালু হওয়ায় খুশির হাওয়া

Continues below advertisement

কাটোয়া লোকালে এমনি সময়ের থেকে যাত্রী সংখ্যা কম। তবে এতদিন পর ট্রেন পরিষেবা চালু হওয়ায় যাত্রীরা স্বাভাবিকভাবেই খুশি। ট্রেনে দূরত্ব মেনে বসার ব্যবস্থা করা হয়েছে। প্রায় সাড়ে ৭ মাস পর রাজ্যে চালু হল লোকাল ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, আজ থেকে প্রতিদিন দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল মিলিয়ে রাজ্যে ৬৯৬টি লোকাল চলবে। যার মধ্যে শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩টি ট্রেন। হাওড়া ডিভিশনে ২০২টি ও খড়গপুর ডিভিশনে ৮১টি লোকাল ট্রেন চলবে। প্রতিদিন ভোর ৫টা নাগাদ শুরু হবে ট্রেন চলাচল। দিনের শেষ ট্রেন চলবে রাত ১১টার আশেপাশে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram