ট্রেন বাড়তে অফিস টাইমে লোকাল ট্রেনে কি সমস্যা কমল? শিয়ালদা-হাওড়া থেকে সরাসরি এবিপি আনন্দ
Continues below advertisement
আজ লোকাল ট্রেন চালু হওয়ার তৃতীয় দিন। আজ থেকে অফিস টাইমে প্রায় ১০০ শতাংশ লোকাল চালাবে পূর্ব রেল। রাজ্যের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত। ইতিমধ্যেই শিয়ালদা স্টেশনে ভিড় বাড়তে শুরু হয়েছে। ট্রেন বাড়লেও চেনা ভিড়ই চোখে পড়ছে সকাল বেলাতেও। এক যাত্রীর কথায়, ‘অফিস টাইমে ভিড় বাড়ছে ট্রেনে। বাসে যখন আসতাম আরও ভিড় থাকত। ট্রেনে তো ভিড় অনেকটাই কম, জানালেন এক যাত্রী।‘ আবার অন্যদিকে হাওড়া স্টেশনেও সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়।
Continues below advertisement
Tags :
Local Trains In Bengal Eastern Railway Local Trains Local Train Service ABP Ananda LIVE State Government Abp Ananda