Local Train Service Resume in Bengal: ‘এই তো সামনেই নামব’, চোখে পড়ল লোকাল ট্রেনের গেটে দাঁড়ানোর চিরাচরিত ছবি
প্রায় সাড়ে ৭ মাস পর রাজ্যে চালু হল লোকাল ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, আজ থেকে প্রতিদিন দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল মিলিয়ে রাজ্যে ৬৯৬টি লোকাল চলবে। যার মধ্যে শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩টি ট্রেন। হাওড়া ডিভিশনে ২০২টি ও খড়গপুর ডিভিশনে ৮১টি লোকাল ট্রেন চলবে। প্রতিদিন ভোর ৫টা নাগাদ শুরু হবে ট্রেন চলাচল। দিনের শেষ ট্রেন চলবে রাত ১১টার আশেপাশে। সকাল থেকে এখনও অবধি খুব একটা ভিড় চোখে পড়েনি। যাত্রীরা এখনও পর্যন্ত কোভিড প্রোটোকল মেনেই ট্রেনে চড়েছেন। মাস্ক পরেছেন। ষ্টেশনে কাটা হয়েছে গোল গোল দাগ। দমদম ষ্টেশনে টিকিট কাউন্টারের দিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ক্রমাগত চলছে থার্মাল চেকিং। দমদম স্টেশনে ভিড়ের সম্ভাবনা বেশি থাকায় মোতায়েন হয়েছে অনেক বেশি সংখ্যক আরপিএফ কর্মী। অন্যদিকে হাওড়া-গোঘাট লোকাল ট্রেনে যাত্রীরা দূরত্ব বজায় রেখেই বসেছেন। কিন্তু যারা বসার জায়গা পাননি, তারা কিন্তু সেই গেটের সামনেই ভিড় জমাচ্ছেন।