৭ মাস পরে আবার গড়াবে চাকা, কীভাবে প্রস্তুত হচ্ছে বাংলার রেল স্টেশনগুলি?
Continues below advertisement
বুধবার থেকে রাজ্যে গড়াবে লোকাল ট্রেনের চাকা। তার আগে সমস্ত স্টেশনেই তুঙ্গে প্রস্তুতি। ট্রেনের কামরা স্যানিটাইজ করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। করোনা আবহে ভিড় এড়াতে রেলের টাইম টেবিলেও আনা হচ্ছে পরিবর্তন। রবিবার রাজ্যবাসীর উদ্দেশে লোকাল ট্রেন চালানো নিয়ে ট্যুইট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ট্যুইটে তিনি লেখেন, ১১ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গবাসীর সুবিধার্থে শহরতলিতে ৬৫৬টি লোকাল ট্রেন চালাবে রেল। যাবতীয় সুরক্ষাবিধি মেনেই ট্রেন চালানো হবে। আশা রাখছি, যাত্রীদের তরফ থেকে সমস্ত রকম সহায়তা পাবে রেল, যাতে সবার যাত্রা সুখকর হয়।
Continues below advertisement
Tags :
Kankinara Station Habra Station Local Trains In Bengal Local Trains Local Train Service ABP Ananda LIVE Abp Ananda