Mamata Banerjee's Meeting at Bolpur: 'বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী-শান্তিনিকেতনকে কেন্দ্র করে যেভাবে আক্রমণ চালাচ্ছে, তার জবাব দিতে আজ বোলপুরে এসেছি', বললেন মুখ্যমন্ত্রী
Continues below advertisement
৪ কিমি রোড শো করার পর জামবুনিতে জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bnaerjee)। কথায় কুকথায় অকথায় যেভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী, শান্তিনিকেতনকে কেন্দ্র করে যেভাবে আক্রমণ চালাচ্ছে, তা দূর করার জন্য আজ বোলপুরে আমার আসা। কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, "ওরা অমর্ত্য সেনের বাড়িকেও ছাড়েনি।" মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল বাঁধ ভেঙে দেওয়ার কথাও।
Continues below advertisement
Tags :
RN Tagore Public Meeting Mamata Banerjee's Road Show At Bolpur Basudeb Baul Anubrata Mondal Bolpur Birbhum WB Polls 2021 With ABP Ananda WB Election 2021 WB Elections WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Polls WB Polls WB Election West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee