West Bengal Elections 2021: স্বেচ্ছায় পদত্যাগ নাকি মন্ত্রীসভা থেকে অপসারণ? Rajib Banerjee-র মন্ত্রিত্ব-ত্যাগ নিয়ে শুরু বিতর্ক
Continues below advertisement
রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) বলছেন তিনি মন্ত্রীপদে ইস্তফা দিয়েছেন। কিন্তু নবান্ন (Nabanna) সূত্রে দাবি, রাজীবকে মন্ত্রীসভা থেকে অপসারিত করা হয়েছে। কোনটা ঠিক? তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার সকালে প্রথমে তিনি পদত্যাগপত্র দেন কালিঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দফতরে। তারপর রাজ্যপালের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করে ইস্তফাপত্রের কপি দেন তাঁকেও। জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) ট্যুইট করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ অনুযায়ী বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র তৎক্ষণাৎ গ্রহণ করা হয়েছে। কিন্তু নবান্ন সূত্রে দাবি, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগে পদ্ধতিগত ত্রুটি রয়েছে।
Continues below advertisement
Tags :
Rajib Banerjee Resings Raj Bhavan Rajib Banerjee Jagdeep Dhankar WB Polls 2021 With ABP Ananda BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Election 2021 WB Elections 2021 WB Elections TMC WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Mamata Banerjee Bengal Election 2021 Bengal Elections