Morning Headlines: সংক্রমণ রুখতে কলকাতায় নতুন করে তিনটি কনটেনমেন্ট জোন, কোন কোন ওয়ার্ড, জানুন

Continues below advertisement

 সংক্রমণ রুখতে কলকাতায় নতুন করে তিনটি কনটেনমেন্ট জোন ঘোষণা রাজ্যের। কলকাতা পুরসভার ৬৯, ৮৭ ও ১১০ নম্বর ওয়ার্ডের একাংশ রয়েছে এই তালিকায়।
এবার ভাইপো তরজায় চ্যালেঞ্জ Abhishek Banerjee-র। আয়কর, CBI তল্লাশিতে ঘাবড়ে গেছেন, কটাক্ষ Kailash Vijayvargiya-র। কৈলাস বিজয়বর্গীয়কে আক্রমণ অভিষেকের, ভারসাম্য হারিয়েছেন পাল্টা কৈলাস। পারলে ঠেকান, পাল্টা Dilip Ghosh। তৃণমূলে কেউই প্যারাশ্যুটে নামেনি, লিফটে উঠলে কলকাতাতে লড়তাম, পদও পেতাম। বিশ্বাসঘাতকতায় মিলবে জবাব, ঘুরিয়ে শুভেন্দুকে নিশানা অভিষেকের। রাস্তাতেই থাকব, জনগণই শেষ কথা, মহিষাদলে মন্তব্য শুভেন্দুর। ৪ ডিসেম্বর ভার্চুয়ালে জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক Mamata Banerjee-র। ৭ ডিসেম্বর মেদিনীপুর ও ৯ তারিখ বনগাঁয় জনসভা। ডিসেম্বরে ঘটবে অনেক কিছু, হুঁশিয়ারি দিলীপের। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন রাজ্যপাল Jagdeep Dhankar, মন্তব্য সৌমিত্র খাঁ-র। পাহাড়ে নতুন সমীকরণ। কলেজ-বিশ্ববিদ্যালয়ে এখনই সশরীরে ক্লাস নয়, অনলাইনেই পাঠন-পঠন থেকে পরীক্ষা, ভার কমছে সিলেবাসের। ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ভর্তির সময়সীমা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram