রাহুলই ‘বিজেপির মুখ’, পরিস্থিতি সামলানোর চেষ্টায় মন্তব্য মুকুলের
Continues below advertisement
বিহার, বাংলা সহ বেশ কিছু রাজ্যে ভোটের আগে বিজেপিতে রদবদল। সর্বভারতীয় সহ সভাপতি হলেন মুকুল। রাহুলকে অব্যাহতি দেওয়া হল কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী থেকে। বাংলা থেকে ওই পদে আনা হল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অনুপম হাজরাকে। এই নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাহুল। এদিকে রাহুলকে বিজেপির মুখ বলে পরিস্থিতি সামলানোর চেষ্টা মুকুল রায়ের। অন্যদিকে অনুপম হাজরা বলেন, ‘রাহুল দার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো।‘ পদ ঠিক করার আমি কেউ নই বলেও জানান অনুপম।
Continues below advertisement