Noapara shootout update: দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই, গুলিবিদ্ধ বিদায়ী কাউন্সিলরের দেওর
Continues below advertisement
নোয়াপাড়ায় ফের শ্যুটআউট। গুলিবিদ্ধ বিদায়ী কাউন্সিলরের আত্মীয় নেপাল দাস। পালানোর সময় গুলি। আহত আরও এক।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুষ্কৃতীদের এলাকার দখলের লড়াই থেকেই এই শ্যুটআউটের ঘটনা। গুলি চালানোর পর পালিয়ে যায় দুষ্কৃতীরা। আজ নেপাল দাসের অস্ত্রপচার হয়েছে। তাঁর কানের নিচে আঘাত রয়েছে। তবে এখনও তাঁর অবস্থা আশঙ্কাজনক।
মাস পাঁচেক আগে বিদায়ী কাউন্সিলর চম্পারাণী দাসকে তাঁর বাড়ির সামনে গুলি করেছিল দুষ্কতীরা। তিনি বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন। পুলিশের সেই তদন্তে সামনে এনেছিল দৃষ্কৃতীদের এলাকা দখলের লড়াই। পুলিশ মনে করছে, এবারও তেমনটাই হয়ে থাকতে পারে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুষ্কৃতীদের এলাকার দখলের লড়াই থেকেই এই শ্যুটআউটের ঘটনা। গুলি চালানোর পর পালিয়ে যায় দুষ্কৃতীরা। আজ নেপাল দাসের অস্ত্রপচার হয়েছে। তাঁর কানের নিচে আঘাত রয়েছে। তবে এখনও তাঁর অবস্থা আশঙ্কাজনক।
মাস পাঁচেক আগে বিদায়ী কাউন্সিলর চম্পারাণী দাসকে তাঁর বাড়ির সামনে গুলি করেছিল দুষ্কতীরা। তিনি বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন। পুলিশের সেই তদন্তে সামনে এনেছিল দৃষ্কৃতীদের এলাকা দখলের লড়াই। পুলিশ মনে করছে, এবারও তেমনটাই হয়ে থাকতে পারে।
Continues below advertisement
Tags :
Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Khobor Ajker Bangla Khabar Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Bengali News ABP Ananda Digital Shootout North 24 Parganas Abp Ananda TMC