West Bengal Elections 2021: মমতার পরই তৃণমূলে জনপ্রিয় ছিলেন শুভেন্দু, তাঁকে দলে রাখা উচিত ছিল, মন্তব্য বিক্ষুব্ধ প্রবীর ঘোষালের
Continues below advertisement
দলের জেলা মুখপাত্র ও কোর কমিটি থেকে ইস্তফা দিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। তবে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে, এখনই বিধায়ক পদ ছাড়ছেন না বলে জানিয়েছেন প্রবীর ঘোষাল। পাশাপাশি, দলত্যাগও করছেন না বলে তিনি জানিয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করেন প্রবীর ঘোষাল। বলেন, দলনেত্রীর কথা কেউ শুনছে না। পাশাপাশি, এদিন ফের একবার দলের একাংশ তাঁকে হারানোর ষড়যন্ত্র করছে বলে দাবি করেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক।
বেশ কিছুদিন ধরেই দলের বেসুরো প্রবীর ঘোষাল। গতকাল পুরশুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও গরহাজির ছিলেন তিনি। এর আগেও দলের একাংশ তাঁকে নির্বাচনে হারাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। প্রবীর ঘোষালকে শো কজ করল তৃণমূল, করা হল সতর্ক।
এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক বলেছেন, ‘আমার মনে অনেক ক্ষোভ তৈরি হচ্ছিল। দলের উচ্চ নেতৃত্বের কাছে সেই ক্ষোভের কথা জানিয়েও কাজ হয়নি। মুখ্যমন্ত্রীকে বলার পরেও কাজ হয়নি। আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই সবচেয়ে জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী। ওকে দলে রাখা দরকার ছিল। দল হয়তো আমাদের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। দল যদি মনে করে শাস্তি দিক।’
বেশ কিছুদিন ধরেই দলের বেসুরো প্রবীর ঘোষাল। গতকাল পুরশুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও গরহাজির ছিলেন তিনি। এর আগেও দলের একাংশ তাঁকে নির্বাচনে হারাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। প্রবীর ঘোষালকে শো কজ করল তৃণমূল, করা হল সতর্ক।
এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক বলেছেন, ‘আমার মনে অনেক ক্ষোভ তৈরি হচ্ছিল। দলের উচ্চ নেতৃত্বের কাছে সেই ক্ষোভের কথা জানিয়েও কাজ হয়নি। মুখ্যমন্ত্রীকে বলার পরেও কাজ হয়নি। আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই সবচেয়ে জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী। ওকে দলে রাখা দরকার ছিল। দল হয়তো আমাদের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। দল যদি মনে করে শাস্তি দিক।’
Continues below advertisement
Tags :
Prabir Ghoshal WB Polls With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Election WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Suvendu Adhikari Mamata Banerjee