Parakram Diwas: 'নেতাজি শুধু যোদ্ধা ছিলেন না, তিনি সম নাগরিকত্বে বিশ্বাস করতেন, সেটাও মাথায় রাখা উচিত', মন্তব্য সুগত বসুর
Continues below advertisement
আজ সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এ বছর থেকে শুরু করে প্রতি বছর ২৩ জানুয়ারি নেতাজির (Netaji Subhas Chandra Bose) জন্মদিন পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে। এপ্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য সুগত বসু জানান, "এটা কেন্দ্রের সিদ্ধান্ত। তবে নেতাজির মতো সাহসী নেতা বিশ্বে খুঁজে পাওয়া দুষ্কর। তবে নেতাজি চেয়েছিলেন ঐক্য ও সাম্য। তিনি সমান নাগরিকত্বে বিশ্বাস করতেন। আমার মনে হয় সেদিকটা মনে রাখা উচিত। তিনি যে শুধু যোদ্ধা ছিলেন এমনটা কিন্তু নয়।"
Continues below advertisement
Tags :
Subhas Bose 23rd January Sugata Bose Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital Netaji Subhas Chandra Bose Abp Ananda Parakram Diwas Narendra Modi