দুর্গাপুর ব্যারেজের ৩১ নং গেটের একাংশ ভেঙে বিপত্তি, বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জলের সঙ্কটের আশঙ্কা
Continues below advertisement
পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজের ৩১ নং গেটের একাংশ ভেঙে বিপত্তি। হু-হু করে বেরিয়ে যাচ্ছে হাজার হাজার কিউসেক জল। সেচ দফতরে খবর দেওয়া হলেও এখনও শুরু হয়নি ভাঙা গেট মেরামতির কাজ। দুর্গাপুর ব্যারেজের জলের উপর নির্ভরশীল পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া। এখান থেকেই বাড়ি বাড়ি জল সরবরাহ করে দুর্গাপুর পুরসভা। কিন্তু ব্যারেজ খালি না হলে শুরু করা যাবে না মেরামতির কাজ। এদিকে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল সরবরাহ বন্ধ করল ডিভিসি। ফলে আসানসোলের বিস্তীর্ণ এলাকা, দুর্গাপুর, বড়জোড়া, বাঁকুড়া শহর, মেজিয়া এবং রানিগঞ্জে দেখা দিতে পারে পানীয় জলের সঙ্কট। পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা থেকে যাচ্ছেন চিফ ইঞ্জিনিয়র। তবে সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ব্যারেজের ৩৬ টি গেটের মধ্যে একটি গেটে সমস্যা হয়েছে। তবে বিকল্প গেট লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রীর দাবি, আজ রাত অথবা আগামীকাল সকালের মধ্যেই গেট লাগানোর কাজ সম্পন্ন হবে। ফলে জলকষ্টে ভুগতে হবে না স্থানীয়দের।
Continues below advertisement