করোনা আবহে বাজি রুখতে কলকাতা-সহ জেলাতেও চলল পুলিশের অভিযান
Continues below advertisement
আলো থাক কিন্তু বাজি নয়। করোনা আবহে বাজি ব্য়বহার রুখতে ও সচেতনতা বাড়াতে প্রচার পুলিশের। আদলতের নির্দেশ অমান্য বাজি বিক্রি রুখতে কলকাতা ও জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালালো পুলিশ। চলে ব্যাপক ধরপাকড়। করোনা আবহে এবার রাজ্যে বাজি নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। বাজি পোড়ানো বন্ধ করতে এবং মানুষের মধ্যে এই নিয়েসচেতনতা তৈরি করতে শুক্রবার গড়িয়াহাট এলাকায় আবাসনে প্রচার চালায় পুলিশ।
Continues below advertisement
Tags :
Kolkata Crackers Firecrackers Crackers ABP Ananda LIVE Calcutta High Court Kolkata Police Abp Ananda