Rajib Banerjee Facebook Live: 'ভাল কাজ করতে গিয়ে বাধা পেয়েছি', দলের কারও কারও প্রতি অভিমান রাজীবের

Continues below advertisement
তিনি বলেছেন, 'আমি যখন কাজ করতে গিয়েছি, কতিপয় কিছু নেতা সেটার অপব্যবহার করে। আমি মানুষের স্বার্থে কাজ করি। যখনই ভাল কাজ করতে গিয়েছি, বাধা পেলে দুঃখ পেয়েছি। কাজ করতে গিয়ে বাধা পেলে, সেটা বলা কি অন্যায়? আমি কি নিজের স্বাধীনতায় কিছু বলতে পারবো না? নিজের সমস্যা নিয়ে নেতাদের সঙ্গে কথা বলতে গিয়ে সেটা নিয়েও অপব্যাখ্যা হয়েছে।" এদিন ফেসবুক লাইভে এভাবেই ক্ষোভ উগরে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "চাকরি চেয়ে যুব সমাজ পাচ্ছে না দেখে খারাপ লাগছে। যুব সমাজ আগামীকে পথ দেখাবে। কেন যুব সমাজের চলার পথে ব্যাঘাত ঘটবে। একজন দাদা হিসেবে যুব সমাজকে গাইড করার চেষ্টা করেছি। যুব সমাজকে পথ দেখালে অনেক কাজ সফল হয়। রাজ্যে যে সম্পদ, মেধা আছে, তা অন্য কোথাও নেই। যুব সমাজ চাইছে কেউ তাঁদের পথ দেখাক।" জল্পনার মধ্যেই নিজের ফেসবুক লাইভে এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram