কুলতলিতে হানা দেওয়া রয়্যাল বেঙ্গল অবশেষে বন দফতরের খাঁচাবন্দি

Continues below advertisement
অবশেষে সুন্দরবনে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল। কুলতলি থানার বৈকুণ্ঠপুর গ্রামে ঢুকে পড়া বাঘটিকে আজমলমাড়ির জঙ্গলে চর থেকে খাঁচাবন্দি করেন বনদফতরের কর্মীরা। সোমবার গ্রামে হানা দেয় রয়্যাল বেঙ্গল। সোমবার নিজেই ফিরে যায় আজমলমাড়ির জঙ্গলে। তারপর থেকে নজরদারি চালাচ্ছিল বন দফতরের বিশেষ দল। বনদফতর সূত্রে খবর বার বার বাঘটি জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করায় বিপদের আশঙ্কায় খাঁচা পাতা হয়। রাতেই খাঁচাবন্দি হয় রয়্যাল বেঙ্গল। বাঘটির বয়েস আনুমানিক ৫-৬ বছর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram