পুজোর আগেই কি বাংলায় চালু হবে লোকাল ট্রেন?রেলমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের

Continues below advertisement

লোকাল ট্রেন চালুর আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের। এ নিয়ে কেন্দ্র-রাজ্য কথা বলে সিদ্ধান্ত নিক, এক সুর তৃণমূল ও বিজেপির। পুজোর আগেই চালু হবে লোকাল ট্রেন? তুঙ্গে জল্পনা। ৬ মাস ধরে বন্ধ লোকাল ট্রেন! স্টেশনগুলো দেখলে চেনাই দায়। ট্রেন বন্ধ থাকায় কর্মক্ষেত্রে যেতে বহু মানুষকেই সমস্যায় পড়তে হচ্ছে। এরইমধ্যে আবার সামনে পুজো!! কিন্তু, রাজ্যে করোনা পরিস্থিতিও আশঙ্কাজনক! ইদানিং গড়ে প্রতিদিন সাড়ে তিন হাজারেরও বেশি করোনা আক্রান্ত হচ্ছেন। দেশে এখনও অবধি ১ লক্ষ ৯ হাজারের বেশি মৃত্যু হয়েছে!  কিন্তু, দূর দূরান্ত থেকে যাঁরা কর্মক্ষেত্রে আসা-যাওয়ার জন্য ট্রেনে যাতায়াত তাঁরাও, আবার লাগাতার ট্রেন বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন! এই পরিস্থিতিতে সকলের মনেই প্রশ্ন, কবে লোকাল ট্রেন চালানোর অনুমতি দেবে মোদি সরকার? রাজ্য সরকারও তাতে সম্মতি দেবে তো?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram