State-Visva Bharati University Conflict: বছরের প্রথম দিনই রাস্তা নিয়ে চরমে বিশ্বভারতী-রাজ্য সংঘাত, অবিলম্বে রাস্তা তৈরি বন্ধের নির্দেশ প্রশাসনের

Continues below advertisement
বছরের প্রথম দিনই রাস্তা নিয়ে বিশ্বভারতীর সঙ্গে রাজ্যের সংঘাত আরও চরমে উঠল। বিশ্বভারতী কর্তৃপক্ষ দমকল মোড় থেকে রাস্তা ঘিরে দেওয়ায় এদিন বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে গেছেন বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপার। অবিলম্বে পাঁচিল তৈরির কাজ বন্ধ করার নির্দেশ। নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত।


দিনকয়েক আগে বীরভূম সফরে এসে কালীসায়র মোড় থেকে উপাসনা মন্দির পর্যন্ত, বিশ্বভারতীকে দেওয়া রাস্তা ফেরত নেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরই দমকল মোড় থেকে রাস্তায় পাঁচিল তোলার কাজ শুরু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর ফলে যাতায়াতের সমস্যা তৈরি হয়েছে। এর প্রতিবাদে এদিন বিশ্বভারতীর গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন স্থানীয়রা। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, আবাসন তৈরির আগে নিরাপত্তার বন্দোবস্ত করতেই রাস্তায় পাঁচিল দেওয়া হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram