Suvendu Adhikari Joins BJP: 'উনি নিজে মন্ত্রী ছিলেন, বাবা-ভাই সাংসদ, এই পরিবারতন্ত্র নিয়ে শুভেন্দু কিছু বলেনি', কটাক্ষ সৌগতর

Continues below advertisement
অমিত শাহের মেদিনীপুরের সভাকে এদিন কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিকে, তৃণমূল কর্মীদের উদ্দেশে লেখা শুভেন্দুর খোলা চিঠি প্রসঙ্গে দলের সাংসদ সৌগত রায় বলেন, 'উনি যে পরিবারতন্ত্র করেছেন বাবা-ভাই সাংসদ। ছোট ভাই পুরসভার চেয়ারম্যান। এই পরিবারতন্ত্র ব্যাপারে উনি কিছু বলেনি। এটা বলেনি সাড়ে ৪ বছর মন্ত্রী থেকে, দুটি দফতর পরিবহণ ও সেচ রেখে মানুষের জন্য কী করেছেন। শুভেন্দুর এই আবেদন খুব জলো। মানুষ খোলা চিঠি ডাস্টবিনে ফেলে দেবেন। উনি বরং বলুন দলবদলে কী দেনা-পাওনা হয়েছে।' 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram