Suvendu Adhikari's Mass Meeting: 'আমাকে টাইট দিতে তৃণমূলের দুটি যুব সংগঠন, আমার অপরাধ আমি জেলার ছেলে', শাসক দলকে তোপ শুভেন্দুর

Continues below advertisement
এই লড়াই গ্রামের লড়াই, জেলার লড়াই। উত্তর কলকাতা পুরনো কলকাতা, আমি বলব সঙ্গ দিন। হাওড়া পুরনো শহর বলব সঙ্গ দিন। এদিন সভা থেকে সরব হয়েছিলেন তিনি। তার আরও দাবি, 'নাড্ডাজি নাকি ৫০০ জনকে নিয়ে বৈঠক করেছেন! বড় বড় কথা বলেছে। ওটা কর্মকর্তাদের বৈঠক ছিল। এখন মণ্ডল সভাপতি সভা করলেও দশ হাজার জন লোক হবে। এত ক্ষমতা বিজেপির।' ডায়মণ্ডহারবার সাব-ডিভিশণে এমন কী ঘটলো বিরোধীরা নমিনেশন দিতে পারেনি। সব বিডিও অফিসের সামনে জেহাদিরা বসে ছিল। অভিযোগ শুভেন্দুর। হেস্টিংসের ঘটনার পিছনে জেহাদিরা, এদিন অভিযোগ তুলেছেম তিনি। ২০১১ সালে ব্রিগেড সমাবেশে দুটি যুব সংগঠন। আমাকে টাইট দিতে হবে তাই। কেন আমি জেলার ছেলে? তাই তৃণমূল যুব সংগঠন আর তৃণমূল যুবা। মাথায় কে? ভাইপো! সিপিএমের ছেঁড়া ছটি পায়ে গলিয়ে সাড়ে ৯ বছর সরকার চালাল। এই লড়াই গ্রামের সঙ্গে শহরের। তৃণমূলকে এরপরে উপড়ে ফেলে দিতে হবে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram