West Bengal Elections 2021: ও তো বনে বনে ঘুরে বেড়াচ্ছে, পরিবেশ রক্ষায় বড় ভূমিকা আছে, রাজীবের ফেসবুক লাইভ প্রসঙ্গে প্রতিক্রিয়া ফিরহাদের
Continues below advertisement
‘সরকারের আলোচনা রাস্তায় দাঁড়িয়ে বা ফেসবুক, ট্যুইটারে হয় না। রাস্তার ধারে দাঁড়িয়ে মিটিং করেও হয় না। মন্ত্রিসভার বৈঠকেই দলের কোনও বিষয় নিয়ে কথা বলা উচিত একজন মন্ত্রীর। রাগ হতেই পারে। ভাইয়ে-ভাইয়েও রাগ হয়। আমি চাই ও ফিরে এসে ভালভাবে কাজ করুক।’ রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভ নিয়ে মন্তব্য ফিরহাদ হাকিমের। তিনি আরও বলেন, ‘কাজ করার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা নেই। আমি নিজে ওকে ফোন করে বলেছি, চলে আয়। গ্যাস খেয়ে এসব করার কোনও মানে আছে! ভোট এলেই চারিদিকে বিদ্রোহ দেখা যায়। ওর বয়স কম, কারও কথায় প্রভাবিত হয়েছে। ও তো বনে বনে ঘুরে বেড়াচ্ছে। ও ভাল করে বনটাই করুক না। আমার চেয়ে ওর গুরুত্ব বেশি। পরিবেশ রক্ষায় ওর ভূমিকা আছে।’
অন্যদিকে, এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, ‘রাজীববাবুর কোনও কথাই অসত্য নয়। ১০০ শতাংশ সত্য কথা বলেছেন। কেউ অস্বীকার করতে পারবেন না। তৃণমূল পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছেন ফিরহাদরা।’
অন্যদিকে, এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, ‘রাজীববাবুর কোনও কথাই অসত্য নয়। ১০০ শতাংশ সত্য কথা বলেছেন। কেউ অস্বীকার করতে পারবেন না। তৃণমূল পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছেন ফিরহাদরা।’
Continues below advertisement
Tags :
Jay Prakash Majumdar Rajib Banerjee Firhad Hakim WB Election 2021 WB Polls With ABP Ananda TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections 2021 WB Elections With ABP Ananda WB Elections WB Polls Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Election Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shah