এবার তৃণমূলের সংখ্যালঘু ভোটে কী ভাগ বসাবে মিম?

Continues below advertisement

বিহারের পর মিমের নজরে বাংলার বিধানসভা ভোট। বিহারে বিজেপি বিরোধী মহাজোটের যাত্রাভঙ্গ করার পর বাংলায় ঝাঁপাতে চলেছে হায়দরাবাদের আসাউদ্দিন ওয়েইসির দল মিম। বাংলা ঘেঁষা বিহারের সীমাঞ্চলে চমকপ্রদ ফল করেছে তারা। বড়সড় ক্ষতি করেছে কংগ্রেস ও লালু প্রসাদের দল আরজেডির। বাংলা ঘেঁষা বিহারের সীমাঞ্চলে ২৪টি আসনের ১৪টি আসনে প্রার্থী দিয়েছিল মিম। তার মধ্যে জিতেছে ৫টি আসনে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মিমের জেতা ৫টি আসনের মধ্যে ৪টি আসনই একাবারে বাংলা ঘেঁষা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram