TMC vs BJP: উপসর্গহীন বেইমান, আক্রমণ অভিষেকের, বিনয় মিশ্র কে? জবাব দিতে হবে, পাল্টা শুভেন্দু
Continues below advertisement
‘আমাকে বলছে বহিরাগত, আমি ব্রাহ্মণ সন্তান, আমি বহিরাগত। অথচ কৈলাস বিজয়বর্গীয় বাংলা বলতে জানেন না। তাহলে কে বহিরাগত? শুধুই চাটুকারিতা। কৈলাস বহিরাগত, আকাশ বিজয়বর্গীয় গুন্ডা, দিলীপ ঘোষ গুন্ডা, অমিত শাহ বহিরাগত। দিল্লির নেতারা বহিরাগত। বুকের পাটা নেই বলে নাম করছে না।’ গঙ্গারামপুর থেকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
পাল্টা বিজয়বর্গীয় বলেছেন, ‘জনতাই সবকিছু ঠিক করবে, অভিষেক ঠিক করবেন না। কয়লা চোর, গরু পাচারকারীদের কথার জবাব আমি দিই না। বিধানসভায় জনতা ওঁকে কোথায় পাঠাবে আমরা সবাই দেখব।’
‘কাকে টাকা নিতে দেখেছিলেন, তোলাবাজ কে? আপনি উপসর্গহীন বেইমান, দলের খেয়ে দলের সঙ্গে গদ্দারি। বলেছিলাম বাড়িতে পদ্মফুল ফোটাতে পারোনি। সঙ্গে সঙ্গে একটা ভাইকে বিজেপিতে যোগদান করিয়েছ। তার মানে বাড়িতে আরও উপসর্গহীন রয়েছে।’ নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ অভিষেকের।
বিনয় মিশ্র কে? কেন তাঁর পাঁচটি বাড়িতে সিবিআই তল্লাশি হল? জবাব দিতে হবে, তমলুকের সভা পাল্টা আক্রমণ শুভেন্দুর।
পাল্টা বিজয়বর্গীয় বলেছেন, ‘জনতাই সবকিছু ঠিক করবে, অভিষেক ঠিক করবেন না। কয়লা চোর, গরু পাচারকারীদের কথার জবাব আমি দিই না। বিধানসভায় জনতা ওঁকে কোথায় পাঠাবে আমরা সবাই দেখব।’
‘কাকে টাকা নিতে দেখেছিলেন, তোলাবাজ কে? আপনি উপসর্গহীন বেইমান, দলের খেয়ে দলের সঙ্গে গদ্দারি। বলেছিলাম বাড়িতে পদ্মফুল ফোটাতে পারোনি। সঙ্গে সঙ্গে একটা ভাইকে বিজেপিতে যোগদান করিয়েছ। তার মানে বাড়িতে আরও উপসর্গহীন রয়েছে।’ নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ অভিষেকের।
বিনয় মিশ্র কে? কেন তাঁর পাঁচটি বাড়িতে সিবিআই তল্লাশি হল? জবাব দিতে হবে, তমলুকের সভা পাল্টা আক্রমণ শুভেন্দুর।
Continues below advertisement
Tags :
WB Polls With ABP Ananda WB Elections With ABP Ananda TMC West Bengal Elections With ABP Ananda Congress BJP WB Elections WB Election 2021 WB Elections 2021 WB Polls WB Election West Bengal Assembly Elections Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections 2021 Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Abhishek Banerjee Mamata Banerjee Amit Shah