'আপনার ছেলে কীভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হল?', পরিবারতন্ত্র নিয়ে অমিত শাহকে খোঁচা কল্যাণের

Continues below advertisement
অমিত শাহের বঙ্গ সফরের প্রথম দিনে মেদিনীপুরের সভায় জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ অন্যরা। সে দিনেই তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। অমিত শাহকে (Amit Shah) পরিবারতন্ত্র নিয়ে বিঁধতে গিয়ে তৃণমূলের সাংসদ বলেন, 'আপনি পরিবারতন্ত্র নিয়ে কথা বলছেন! অধিকারী পরিবারে পরিবারতন্ত্র নেই? অমিত শাহজি, কী এমন হল যাতে আপনি দেশের স্বরাস্ত্রমন্ত্রী হওয়ার পরই বিসিসিআই সচিব হলেন আপনার ছেলে? কার অনুপ্রেরণায়, কী যোগ্যতায়?' তিনি সুর চড়িয়ে বলেন, 'ভারতীয় জনতা পার্টি লুঠেরাদের পার্টি। কালোবাজারিদের পার্টি।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram