পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কোন কোন রাজ্য থেকে কতগুলি ট্রেন, জানালেন স্বরাষ্ট্রসচিব
Continues below advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় নিজে একটি টুইট করে ১০৫টি ট্রেনের তালিকাও প্রকাশ করেন। শনিবার কোথা থেকে ক'টি ট্রেন ছাড়া হবে, তার একটি খসড়া দিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। তিনি জানান, অন্ধ্রপ্রদেশ থেকে ৩ টি, দিল্লি থেকে ৬ টি, গুজরাত থেকে ৫টি, হরিয়ানা থেকে ৬টি, হিমাচল প্রদেশ থেকে ১টি, জম্মু ও কাশ্মীর থেকে ১টি, কর্ণাটক থেকে ৫টি, কেরল থেকে ২৮টি, মধ্যপ্রদেশ থেকে ১ টি, মহারাষ্ট্র থেকে ১৮ টি, পঞ্জাব থেকে ২ টি, রাজস্থান থেকে ৬ টি, তামিলনাড়ু থেকে ১০ টি, তেলঙ্গনা থেকে ৫ টি, উত্তরপ্রদেশ থেকে ৭ টি ও উত্তরাখণ্ড থেকে ১ টি ট্রেন-সহ মোট ১০৫ টি ট্রেনের ব্যবস্থা করেছে সরকার।
Continues below advertisement
Tags :
Coronavirus In West Bengal Alapan Banerjee Coronavirus Latest News West Bengal Government Migrant Workers Press Conference Trains Abp Ananda Nabanna Coronavirus