West Bengal Assembly Election 2021: 'এক জায়গায় দাঁড়ালে হেরে যেতে পারেন, তাই আরও একটা জায়গা খুঁজছেন', নন্দীগ্রাম থেকে Mamata Banerjee-র দাঁড়ানোর ঘোষণা প্রসঙ্গে কটাক্ষ Mukul Roy-এর

Continues below advertisement
আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাঁড়ানো প্রসঙ্গে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy) বলেন, "উনি পৃথিবীর যে কোনও প্রান্তে দাঁড়াতে পারেন, এটা ওঁনার নিজস্ব ব্যাপার। তবে এক জায়গায় নয়, উনি দুই জায়গায় দাঁড়াবেন বলছেন। ওঁনার হয়তো মনে হয়েছে, এক জায়গায় দাঁড়ালে হয়তো হেরে যেতে পারেন, তাই আরও একটা জায়গা খুঁজছেন। উনি দাঁড়ালে আমাদের কোনও আপত্তি নেই।' ২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে তিনি লড়ছেন। ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে বাম নেতা মহম্মদ সেলিম (Md. Salim) বলেন, 'আজকে বাংলার বড় সমস্যা হল মমতা বন্দ্যোপাধ্যায় কেন নন্দীগ্রামে শিল্প গড়তে দিলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় গিয়ে দাঁড়াবেন তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্য কোথায় গিয়ে দাঁড়াবে। রাজ্যকে যাতে ঠিক মতো চালানো যায় সেই ব্যবস্থা করতে হবে।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram