West Bengal Election 2021: আসানসোলে পায়ের তলার মাটি সরার ইঙ্গিতেই জিতেন্দ্র তিওয়ারির কালকের চিঠি? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন
Continues below advertisement
একদিকে তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ, অন্যদিকে সরকারি প্রকল্পের সুবিধে পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি। বিধানসভা ভোটের আগে জোড়া কর্মসূচিকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। এরকম একটা পরিস্থিতিতে দলের অস্বস্তি চরমে তুললেন পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি তথা আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর অভিযোগ, রাজনৈতিক কারণে কেন্দ্রীয় প্রকল্পের টাকা ব্যবহার করতে দিচ্ছে না রাজ্য সরকার। আসানসোলে দলের রাশ হালকা হওয়াতেই কী চাপের মুখে এই পদক্ষেপ জিতেন্দ্র তিওয়ারির?
Continues below advertisement
Tags :
Jitendra Tiwari Asansol Firhad Hakim WB Polls 2021 With ABP Ananda WB Elections 2021 TMC BJP WB Elections West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda Congress WB Election 2021 WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Mamata Banerjee Bengal Election 2021 Bengal Elections