West Bengal Election: সল্টলেকের দত্তাবাদে বোমাবাজি, বর্ধমানের শালবাগানে কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তাপে রাজ্যজুড়ে বাড়ছে অশান্তি

Continues below advertisement
সল্টলেকের দত্তাবাদে বোমাবাজি। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। অভিযোগ গতকাল রাতে পরপর দুটো বোমা ছোঁড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বিদায়ী কাউন্সিলরের আদবি, গত লোকসভা নির্বাচনে ৩৮ নম্বর ওয়ার্ডে TMC এগিয়ে থাকার জন্য এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে BJP। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন শাসক দলের নেতা। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসায় বদনামের চেষ্টা। পাল্টা দাবি গেরুয়া শিবিরের।
এদিকে, মালদার মানিকচকে দিলীপ ঘোষের সভার অনুমতি ঘিরে রাজনৈতিক তরজা। মঙ্গলবার মথুরাপুরের স্কুল মাঠে দিলীপ ঘোষের সভা হওয়ার কথা। স্কুল সেই সভা করার অনুমতি দেয়নি। গেরুয়া শিবিরের দাবি, এক বিজেপি কর্মীর জমিতে সেই সভা হবে। উস্কানিমূলক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। তাই অনুমতি মেলেনি বলে জানিয়েছে TMC।
বর্ধমান শহরের শালবাগান এলাকায় বিজেপির কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সকালে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram