বাংলা দখলের লক্ষ্যে ঝাঁপিয়েছেন বিজেপির রথী-মহারথীরা, দেখে নিন কোন অঞ্চলের দায়িত্বে কে

Continues below advertisement

বাংলা দখল করতে, এবার লোকসভা কেন্দ্র ধরে সংগঠন মজবুত করতে তৎপর বিজেপি।আটজন কেন্দ্রীয় মন্ত্রী ও ভিন রাজ্যের মন্ত্রীকে দায়িত্ব ভাগ করে দেওয়া হল ৪২টি লোকসভা কেন্দ্রে। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং পটেলকে ৬টি, জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী মনসুখ ভাই মাণ্ডভ্যকে ৫টি, প্রাণিসম্পদ মন্ত্রকের প্রতিমন্ত্রী সঞ্জীব বলিয়ানকে আরও ৫টি লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকেও ৫টি করে লোকসভা কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুণ্ডা এবং মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকেও ৫টি করে লোকসভা কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন।
বিজেপি সূত্রে খবর, এই মন্ত্রীরা দলীয় সংগঠন নিয়ে লোকসভা কেন্দ্র ভিত্তিক রিপোর্ট দেবেন জে পি নাড্ডা ও অমিত শাহকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram