West Bengal Elections 2021: ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করছেন না Mamata Banerjee, 'ভয় পেয়েছেন দিদিমণি', কটাক্ষ BJP-র

Continues below advertisement
শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর ৭ জানুয়ারি প্রথমবার নন্দীগ্রাম যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরদিন অর্থাৎ ৮ জানুয়ারি নন্দীগ্রামে পাল্টা কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারীও। কিন্তু সোমবার তৃণমূলের তরফে জানানো হয়, ৭ জানুয়ারি নন্দীগ্রামের সভায় যোগ দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়ে অখিল গিরি হাসপাতালে ভর্তি হওয়াতেই যে কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। যদিও বিজেপি অবশ্য এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। 'ভয় পেয়েছেন দিদিমণি', কটাক্ষ দিলীপ ঘোষের।
মমতা বন্দ্যোপাধ্যায় না গেলেও ৭ জানুয়ারি নন্দীগ্রামে একগুচ্ছ কর্মসূচি তৃণমূলের। কর্মসূচির বহরে পিছিয়ে নেই বিজেপিও। সবমিলিয়ে নন্দীগ্রামে চলছে জমজমাট রাজনৈতিক কর্মসূচির টক্কর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram