West Bengal Elections 2021: 'ইউজ অ্যান্ড থ্রো! ভোটের পর BJP-তে এই হালই হবে তৃণমূলত্যাগীদের', কটাক্ষ ফিরহাদের

Continues below advertisement
আজ তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) জোড়া মিছিল ঘিরে জমজমাট বেহালা (Behala)। ইতিমিধ্যেই তৃণমূলের মিছিল শুরু হয়ে গিয়েছে। রয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বেহালার ২৯ পল্লি ঠাকুরপুকুর ৩এ বাসস্ট্যান্ড পর্যন্ত হবে এই মিছিল। স্লোগান দেওয়া হচ্ছে 'খেলা হবে', স্লোগান দেওয়া হচ্ছে 'দলবদলু'-দের নিয়েও। অন্যদিকে দুপুর ৩টেয় বিজেপির মিছিলে পথে নামবেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। এপ্রসঙ্গে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "শোভন আমাদের ছোটবেলার বন্ধু। ওর বিজেপিতে যাওয়াটা বেহালার মানুষ মনে হয় না ভালো ভাবে নেবেন। বিজেপির চাপে ওঁকে রোড শো করতেই হবে। কিন্তু যারা দল বদলে বিজেপিতে গেছে তাঁদের বিজেপি ভোটের সময় তাঁদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। ওঁরা ইউজ অ্যান্ড থ্রো।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram