Suvendu Vs Abhishek: 'ঘেন্না ধরে গেছে', বললেন Suvendu, পাল্টা Abhishek যা বললেন...
Continues below advertisement
একজন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে, অপরজন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। দুজনের দূরত্ব ১৭০ কিলোমিটারেরও বেশি। কিন্তু তাহলেও রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণে সরগরম হয়ে উঠল রবিবাসরীয় রাজ্য রাজনীতি। সম্প্রতি কয়লা পাচার, গরু পাচার রুখতে সক্রিয় হয়েছে সিবিআই। শুরু হয়েছে ধরপাকড়ও। এর রঙ লেগেছে রাজনীতিতেও। রাজ্যে এসে এর আগে এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সদ্য বিজেপিতে যোগ দিয়ে সেই আক্রমণের ঝাঁঝ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
Continues below advertisement
Tags :
WB Polls 2021 With ABP Ananda BJP Congress WB Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 West Bengal Elections With ABP Ananda TMC WB Polls WB Election West Bengal Assembly Elections Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections 2021 Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Abhishek Banerjee Mamata Banerjee