West Bengal Elections 2021: ভোটের আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে রদবদল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Continues below advertisement
ইঙ্গিত ছিল আগেই। এবার ভোটের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ব্যাপক রদবদল করা হল। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে একসঙ্গে সরানো হল অতিরিক্ত CEO, যুগ্ম CEO এবং ডেপুটি CEO-কে। অতিরিক্ত CEO শৈবাল বর্মণ ২০১০ সাল থেকে এই দায়িত্বে ছিলেন। সরানো হয়েছে যুগ্ম CEO অনামিকা মজুমদারকেও। এই দায়িত্ব পালন করছিলেন ২০১২ সাল থেকে। ডেপুটি CEO অমিতজ্যোতি ভট্টাচার্য দায়িত্ব সামলাচ্ছিলেন ২০১৩ সাল থেকে। তবে কী কারণে এই বদল তা স্পষ্ট করেনি কমিশ  ন। এই ব্যাপক রদবদলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram