West Bengal Election 2021: 'পাহাড়ে ঢুকতে গেলে Gorkhaland-কে সমর্থন করতে হবে', বাগডোগরায় হুঙ্কার রোশন গিরির

Continues below advertisement
একুশের ভোটের আগে উত্তাপ। Siliguri-তে রোশন গিরি। সাড়ে তিন বছর পর ফের পাহাড়ে রোশন গিরি। কাল পাহাড়ে রোশন গিরির নেতৃত্বে কার্শিয়াংয়ে জনসভা রয়েছে। ৬ ডিসেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সভার প্রস্তুতি। শিলিগুড়ির সভায় থাকতে পারেন বিমল গুরুঙ্গও। জানা গিয়েছে।
এদিন বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন। রোশন গিরি বলেছেন, '২০২৪-এ যারা গোর্খাল্যান্ডকে সমর্থন করবে, তাঁদেরকেই সমর্থন। এটাই পাহাড়ে ঢোকার ছাড়পত্র।' যে কারণেই একুশের বিধানসভা ভোটে দিদিকে তারা সমর্থন করছেন বলেও দাবি রোশনের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram