West Bengal Election 2021: 'পাহাড়ে ঢুকতে গেলে Gorkhaland-কে সমর্থন করতে হবে', বাগডোগরায় হুঙ্কার রোশন গিরির
Continues below advertisement
একুশের ভোটের আগে উত্তাপ। Siliguri-তে রোশন গিরি। সাড়ে তিন বছর পর ফের পাহাড়ে রোশন গিরি। কাল পাহাড়ে রোশন গিরির নেতৃত্বে কার্শিয়াংয়ে জনসভা রয়েছে। ৬ ডিসেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সভার প্রস্তুতি। শিলিগুড়ির সভায় থাকতে পারেন বিমল গুরুঙ্গও। জানা গিয়েছে।
এদিন বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন। রোশন গিরি বলেছেন, '২০২৪-এ যারা গোর্খাল্যান্ডকে সমর্থন করবে, তাঁদেরকেই সমর্থন। এটাই পাহাড়ে ঢোকার ছাড়পত্র।' যে কারণেই একুশের বিধানসভা ভোটে দিদিকে তারা সমর্থন করছেন বলেও দাবি রোশনের।
এদিন বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন। রোশন গিরি বলেছেন, '২০২৪-এ যারা গোর্খাল্যান্ডকে সমর্থন করবে, তাঁদেরকেই সমর্থন। এটাই পাহাড়ে ঢোকার ছাড়পত্র।' যে কারণেই একুশের বিধানসভা ভোটে দিদিকে তারা সমর্থন করছেন বলেও দাবি রোশনের।
Continues below advertisement