West Bengal Elections 2021: 'সৌগতদার বয়স হয়েছে, কাল কী হয়েছে হয়ত ভুলে গেছেন', শুভেন্দু নিয়ে খোঁচা মুকুলের
Continues below advertisement
শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। সূত্রের খবর, মধ্যস্থতাকারী সৌগত রায়কে WhatsApp-এ জানান, একসঙ্গে কাজ করা সম্ভব নয়। তাহলে এবার শুভেন্দু কী করবেন? তা নিয়ে জোর চর্চা রাজ্য রাজনীতিতে। Suvendu Adhiakri, Sougata Roy, Mukul Roy - একসময় তিনজনই একদলে ছিলেন। খাতায় কলমে শুভেন্দু, সৌগত এখনও একই দলে। কিন্তু এটা স্পষ্ট, All is not well।
অন্যদিকে, আজ বিভিন্ন জায়গায় পরপর কর্মসূচি শুভেন্দুর। জল্পনার মাঝেই দক্ষিণ কলকাতার ৬টি জায়গায় শুভেন্দুর ছবি সহ আমরা দাদার অনুগামী লেখা পোস্টার।এদিন সকালে যাদবপুর, গোলপার্ক, গড়িয়াহাট মোড়, বাসন্তী দেবী কলেজের সামনে, রাসবিহারী মোড় ও সাদার্ন অ্যাভিনিউতে শুভেন্দু অনুগামীদের পোস্টার দেখা যায়।
Continues below advertisement
Tags :
WB Election Coverage Sougata Roy Khobor Bangla Live News Bangla Khabar Bangla News Ajker Khobor Bangla News Live Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Bengali News ABP Ananda Digital Abp Ananda West Bengal Elections With ABP Ananda TMC West Bengal Elections 2021 West Bengal Elections Suvendu Adhikari