West Bengal Elections 2021: 'বাংলার ছেলে, আদর্শের জন্য লড়বে', ধারা বজায় রেখেই অরাজনৈতিক মঞ্চ থেকে অরাজনৈতিক বার্তা দিলেন Suvendu Adhikari

Continues below advertisement

তাঁর রাজনৈতিক অবস্থান কী, তা জানতে মুখিয়ে গোটা রাজ্য। এই পরিস্থিতিতে নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক বৃহস্পতিবার দুই মেদিনীপুরে পরপর অরাজনৈতিক কর্মসূচিতে হাজির থাকলেন।
পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, পরপর অরাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারী। ক্ষুদিরাম বসুর ১৩২তম জন্মবার্ষিকী উপলক্ষে যোগ দিলেন একাধিক অনুষ্ঠানে। মানুষের পাশে থাকার অঙ্গীকার বারবার করলেও একবারের জন্যও রাজনীতির কথা শোনা গেল না তাঁর মুখে।
'এই পান্তা ভাত খাওয়া, মুড়ি খাওয়া গ্রামের ছেলেটা আদর্শের জন্য লড়ছে, আদর্শের জন্য লড়বে', সভা থেকে বললেন তিনি। বাংলার ছেলে, বাংলার মানুষের জন্য সবসময় লড়ব বলেও জানান শুভেন্দু।
৭ ডিসেম্বর মেদিনীপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার ঠিক আগের দিন, রবিবার সাংবাদিক বৈঠক শুভেন্দু অধিকারীর, সেদিনই তাঁকে ঘিরে চলতে থাকা রাজনৈতিক জল্পনা তিনি পরিষ্কার করেন কি না, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram