West Bengal Elections 2021: রাসের মঞ্চে একটিও রাজনৈতিক শব্দ নয়, তবু জল্পনা জিইয়েই রাখলেন 'সেবক' Suvendu Adhikari

Continues below advertisement

রাসমঞ্চে শুভেন্দু খোলবাদকের ভূমিকায়। কীর্তনের সুরে কি আগামীর ডঙ্কা? রাজনৈতিক মহলে যখন শুভেন্দুকে নিয়ে জোর জল্পনা, তখন নন্দীগ্রামে রাস উৎসবে খোশ মেজাজে তিনি। শুক্রবার মন্ত্রীত্ব ছেড়েছেন। শনিবার থেকেছেন আড়ালে। রবিবার মহিষাদলে অরাজনৈতিক সভা। সোমবার নন্দীগ্রামে উৎসবের মঞ্চে শুভেন্দু। এরপর কোনপথে নন্দীগ্রামের বিধায়ক? জল্পনার মধ্যেই নাম না করেও রবিবারই শুভেন্দুকে নরমে গরমে বার্তা দিয়েছেন দলের নেতা মন্ত্রীরা। তবে রবিবারের মতো সোমবারও কোনও রাজনৈতিক প্রতিক্রিয়া দেননি শুভেন্দু অধিকারী। তবে অন্যদিকে তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় তাঁর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষপাতী। শুভেন্দুকে নিয়ে এটা কি তৃণমূলের দ্বিমুখী কৌশল? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram