West Bengal Elections 2021: দেখ তৃণমূল কেমন লাগছে!, Rajib Banerjee-র মন্ত্রিত্ব-ত্যাগে এভাবেই প্রতিক্রিয়া দিলেন 'উচ্ছ্বসিত' Suvendu Adhikari

Continues below advertisement
মন্ত্রীসভা থেকে ইস্তফা রাজীবের (Rajib Banerjee) । "আমার মনের মধ্যে অনেক ক্ষোভ-বেদনা নিয়েই আজ এই সিদ্ধান্ত নিয়েছি", রাজভবন থেকে বেরিয়ে ভেঙে পড়লেন কান্নায়। এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে কটাক্ষ করে বলেন, "উনি এখন কাঁদছেন কেন?" শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার দু'দিনের মধ্যেই তাঁর গড় হলদিয়ায় শক্তি প্রদর্শনের জন্য দুজনকে পাঠিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাঁর মধ্যে একজন ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, আরেকজন সুজিত বসু। আর সেই রাজীবই শুক্রবার মন্ত্রিত্ব ছাড়লেন। আর তাতেই বেজায় উৎসাহিত শুভেন্দু। বললেন, "দেখ তৃণমূল কেমন লাগছে!"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram