Alapan Bandyopadhyay: এবার আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, ৩০ দিনের মধ্যে জবাব তলব

Continues below advertisement

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব (Former Chief Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সংঘাত-পর্বে নতুন মোড়। এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় সরকার। সোমবার নর্থব্লক থেকে পাঠানো কর্মিবর্গ মন্ত্রকের চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তোলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, লিখিতভাবে নিজের বক্তব্য জানাতে পারেন আলাপন। আত্মপক্ষ সমর্থনে নিজেও হাজির হয়ে বক্তব্য জানাতে পারেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে অল ইন্ডিয়া সার্ভিসসের (All India Services) আট ও ছয় নম্বর রুল অনুযায়ী পদক্ষেপ করা হবে। কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রকের পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে, আলাপন বন্দ্যোপাধ্যায়কে আগামী ৩০ দিনের মধ্যে জবাব দিতে হবে। যদি উত্তর না দেন, শাস্তিযোগ্য অপরাধ হিসাবে এক তরফা ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে। এই প্রক্রিয়ার ফলে অবসরকালীন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন তিনি। প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই চিঠি পাঠানোর পরই কেন্দ্রের তীব্র সমালোচনায় সরব হয়েছে তৃণমূল (TMC) ও সিপিএম (CPM)। বিজেপির (BJP) পাল্টা দাবি, কেন্দ্র যা করছে, নিয়ম মেনেই করছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram