Corona Vaccine: স্বাস্থ্যকেন্দ্রে টাকার বিনিময়ে টিকা দেওয়ার অভিযোগ, কোলাঘাটে উত্তেজনা

Continues below advertisement

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জন দেবকে নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এই ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্য়েই ভ্য়াকসিন দুর্নীতির অভিযোগে সোমবার সন্ধেয় তেতে উঠল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পাইকপাড়া গ্রামীণ হাসপাতাল। বিডিওর গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। শেষ পর্যন্ত পুলিশ নামিয়ে সামাল দিতে হল পরিস্থিতি। পাইকপাড়া গ্রামীণ হাসপাতালের বাইরে নোটিসে লিখে দেওয়া হয়েছে ৬ জুলাই অর্থাৎ মঙ্গলবার কাউকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে না। এই নোটিস দেখেই রেগে যান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, সরকারি গ্রামীণ হাসপাতালে চলছে দালালরাজ। টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে করোনার ভ্যাকসিন। হাসপাতালের ভিতরেই চলছে ভ্য়াকসিন জালিয়াতি। নিয়ম বহির্ভূতভাবে ভ্য়াকসিন দেওয়া হচ্ছে অনেককে। একজনের ভ্য়াকসিনেশনের জন্য চাওয়া হচ্ছে ৫০০ টাকা। আর দু'জন হলে ৮৩০ টাকা। ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কোলাঘাটের ব্লক স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশ দিয়েছেন বিডিও। এলাকারবাসীর একটাই দাবি, নিয়ম মেনে ভ্য়াকসিন দেওয়া হোক সবাইকে। 

রাজ্যে দৈনিক সংক্রমণ হাজারের নিচে নামলেও চিন্তা বাড়াচ্ছে কয়েকটি জেলার দৈনিক সংক্রমণ। তার মধ্য়ে রয়েছে ঝাড়গ্রাম। সংক্রমণ রুখতে ঝাড়গ্রাম পুর এলাকায় সম্পূর্ণ  লকডাউন জারি। দু'টি ওয়ার্ডে কনটেনমেন্ট জোন। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে চলছে মাইকে প্রচার। করোনা বিধি না মানলে কড়া ব্যবস্থা। জানিয়েছেন জেলাশাসক। প্রশাসনিক উদ্য়োগে খুশি ঝাড়গ্রামবাসী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram