West Bengal Police: রাজ্যে একসঙ্গে ৫৫ জন আইপিএসের রদবদল
আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসর ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে তাঁর নিয়োগের দিনই রাজ্য পুলিশে বড়সড় রদবদল। একসঙ্গে ৫২ জন আইপিএস অফিসারকে বদলি করল নবান্ন। ডিআইজি প্রভিশনিং প্রবীণকুমার ত্রিপাঠীকে মালদা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায়, এই প্রবীণ ত্রিপাঠী-সহ তিন জন আইপিএস অফিসারকে দিল্লিতে ডেপুটেশনে ডেকে পাঠায় কেন্দ্র। কিন্তু তাঁদের দিল্লিতে পাঠায়নি রাজ্য। যা নিয়ে তুঙ্গে উঠে চাপানউতোর। মেদিনীপুর রেঞ্জের ডিআইজি কুণাল আগরওয়ালকে পাঠানো হয়েছে কম্পালসরি ওয়েটিংয়ে। বাঁকুড়ার পুলিশ সুপার শ্যাম সিংহকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি করা হয়েছে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিসি কঙ্করপ্রসাদ বারুইকে করা হয়েছে ডিআইজি টেলি কমিউনিকেশন। ঝাড়গ্রামের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বাঁকুড়ার পুলিশ সুপার করা হয়েছে। আর কলকাতা পুলিশের কমব্যাট ব্যাটেলিয়ানে থাকা বিশ্বজিৎ ঘোষকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের নতুন পুলিশ সুপারের পদে।