Bengal District News: বিজেপিতে যোগ আসানসোলের ৩ কাউন্সিলরের, কোচবিহারে বিধায়কের গাড়িতে হামলা

Continues below advertisement

৭ই মার্চ মোদির (Narendra Modi) ব্রিগেড (Brigade) সভার দিনই শিলিগুড়িতে (Siliguri) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদযাত্রা। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) পর বিজেপিতে (BJP) যোগ দিলেন আসানসোল (Asansol) পৌরসভার তিন কাউন্সিলর। এই প্রসঙ্গে ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, যে যায় যাক, দলের মূল সম্পদ ‘অমিতাভ বচ্চন’ মমতা বন্দ্যোপাধ্যায়। বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেন, ‘দেশের অমিতাভ বচ্চন-শাহরুখ খান মানুষ ঠিক করবে’। ভোটের মুখে মৎস্যজীবীদের বিরুদ্ধে হ্যামরেডিও তরঙ্গ চুরির অভিযোগ, সুন্দরবনে বিঘ্নিত হতে পারে নির্বাচন কমিশনের গোপনীয়তা। বহিরাগতদের প্রার্থী করা হলে পরিণাম ভয়ঙ্কর হবে, পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরে টিএমসির (TMC) বিরুদ্ধে ফ্লেক্স ঘিরে চাঞ্চল্য। কোচবিহারে (Kochbihar) টিএমসি বিধায়কের গাড়িতে হামলা। উত্তর দিনাজপুরে জমি বিবাদে যুবক খুন, আহত দুই শিশু। নিমতিতা (Nimtita) বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থলে এনআইএ (NIA)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram