Bengal Top Stories: আজই বাংলার ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে কিষাণ সম্মান নিধির প্রথম কিস্তির টাকা
আজই বাংলায় ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধির প্রথম কিস্তির টাকা। সকাল ১১টায় ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর। তারপরে অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা। আবেদন ৪০ লক্ষ কৃষকের।
এবার প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীতে গঙ্গায় মিলল ৭টি মৃতদেহ। অন্যদিকে কানপুরের কাছে গঙ্গায় ভাসতে দেখা গেল আরও ২৪টি মৃতদেহ। রাজ্যে দৈনিক করোনা (Corona) সংক্রমণ ২১ হাজার ছুঁইছুঁই, মৃত ১২৯। উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) ফের সংক্রমণ ৪ হাজার পার। কলকাতায় (Kolkata) ৩৯ জনের মৃত্যু। উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, বাঁকুড়া।
৬ থেকে ৮ সপ্তাহের বদলে এবার কোভিশিল্ডের (Covishield) দ্বিতীয় ডোজ ১২ থেকে ১৬ সপ্তাহর মধ্যে, বিশেষজ্ঞ কমিটির প্রস্তাবে সম্মতি স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry)। ১২ সপ্তাহ পর কোভিশিল্ডের প্রথম ডোজের কার্যকারিতা নিয়ে সংস্থার তরফে উল্লেখ নেই, টিকা ঘাটতির কারণে আপোষ নয় তো? প্রশ্ন চিকিৎসকদের একাংশের। বৈজ্ঞানিক ভিত্তি কী? ট্যুইট শশী তারুরের।
নেই পর্যাপ্ত ভ্যাকসিন অথচ ফোনের কলার টিউনে বলেই চলেছেন ভ্যাকসিন লাগান, কতদিন চলবে এরকম বিরক্তিকর কলার টিউন? কেন্দ্রকে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের (Delhi High Court)। ৬ মাস পরেও কেন হল না জিএসটি (GST) কাউন্সিলের বৈঠক?
৩ মাস অন্তর বৈঠক না ডাকা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, অবিলম্বে ভার্চুয়াল বৈঠক ডাকা হোক, নির্মলা সীতারমনকে চিঠি অমিত মিত্রের (Amit Mitra)। রাজ্যের স্বাস্থ্য দফতর অনুরোধ করেছিল, সাড়া দিল রেল।
পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হল, এখন থেকে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবেন সরকারি ও বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।