Bengal Top Stories: কয়লাকাণ্ডে লালাকে তলব, ED-র হাতে গ্রেফতার বাঁকুড়ার IC, আরও খবর

Continues below advertisement

কয়লা পাচারকাণ্ডে তদন্তে আজ ফের লালাকে তলব সিবিআইয়ের। কয়লাকাণ্ডে দিল্লিতে ইডির হাতে গ্রেফতার বাঁকুড়ার আইসি অশোক মিশ্র (Ashok Mishra)। বিনয়ের আত্মীয় অশোকের সাহায্যেই পাচারের টাকা যেত প্রভাবশালীদের কাছে, দাবি গোয়েন্দা সূত্রে।

দিদি (Didi) বলে সম্বোধন করতে গিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অপমান করছেন প্রধানমন্ত্রী (Narendra Modi), অভিযোগ তৃণমূলের। দিদি বলে ডাকায় অসম্মানের কী আছে? পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি (BJP)।

নন্দীগ্রামের (Nandigram) ভোটে কোনও কারচুপি হয়নি, সিসি ক্যামেরা ফুটেজের উল্লেখ করে মমতার অভিযোগ খারিজ করল কমিশন। কাশ্মীর প্রসঙ্গে খোঁচা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

রবিবার ঠাকুরপুকুরে প্রচারে গিয়ে বাধার মুখে পায়েল সরকার। কিছুই হয়নি, অভিনয় করছে পায়েল, পাল্টা রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। তৃণমূলের (TMC) হয়ে রাজ্যে প্রচারে এবার অমিতাভ-পত্নী। আজ টালিগঞ্জে অরূপ বিশ্বাসের (Arup Biswas) হয়ে রোড শো। ৮ এপ্রিল পর্যন্ত থাকবেন তৃণমূলের প্রচার সভায়। অসহ্য গরমের হাত থেকে সাময়িক স্বস্তি। মরশুমের প্রথম কালবৈশাখীতে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া কলকাতায়।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram