Bengal Top Stories: সংঘাতের আবহে আজ করোনা বৈঠকে মুখোমুখি মোদি ও মমতা
নিজাম প্যালেস (Nizam Palace) ঘেরাও হয়েছে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ঢুকে গ্রেফতারের কথা বলেছেন, আইনমন্ত্রী আদালতে থেকে বিচারকের ওপর চাপ সৃষ্টি করেছেন, সওয়াল সলিসিটর জেনারেলের। গণতান্ত্রিক প্রতিবাদ, কাজে বাধা নয়, পাল্টা সিঙ্ঘভি। সলমন-সঞ্জয় হেভিওয়েট হলেও তো আদালত প্রভাবিত হয়নি, দাবি সিঙ্ঘভির। নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রীর উপস্থিতি কীভাবে ব্যাখ্যা করবেন? প্রশ্ন বিচারপতির। ফিরহাদ নিজে কর্মীদের শান্ত থাকতে বলেছিলেন, সওয়াল সিঙ্ঘভির। আপাতত জেল হেফাজতে ফিরহাদ (Firhad Hakim), সুব্রত (Subrata Mukherjee), মদন (Maddan Mitra), শোভন (Sovan Chatterjee)।
সংঘাতের আবহে আজ করোনা বৈঠকে মুখোমুখি মোদি ও মমতা। সকাল ১১টায় ভার্চুয়াল বৈঠক। উপস্থিত থাকবেন বাংলা-সহ ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। বৈঠকে অংশ নেবেন বাংলার ৯টি জেলার জেলাশাসক।
করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থা স্থিতিশীল। বাইপ্যাপের সাহায্যে শরীরে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের বেশি। মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি।
ফের প্রশ্নে হোয়াটসঅ্যাপ। নতুন প্রাইভেসি পলিসি নাগরিকের অধিকার খর্ব করবে, মত কেন্দ্রের।
এবার ঘূর্ণিঝড় যশের ভ্রূকুটি। ঘূর্ণিঝড় যশের ভ্রূকুটিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। নবান্নের শীর্ষকর্তা থেকে জেলা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ।