Bengal Top Story: রণক্ষেত্র আসানসোল,পটাশপুরে আক্রান্ত বিজেপি, বারুইপুরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ
বিজেপির প্রার্থীর ওপর হামলার অভিযোগে রণক্ষেত্র আসানসোল (Asansol)। প্রার্থীকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বাইক ভাঙচুরের অভিযোগ। পটাশপুরে আক্রান্ত বিজেপি, আহত ৬। ভোটের আগে উত্তপ্ত কাঁথি। বহিরাগত অভিযোগে লজ থেকে আটক ২। তৃণমূল-বিজেপি চাপানউতোর। ঝাড়গ্রামের রাস্তায় রাস্তায় নাকা তল্লাশি (Naka Checking)। প্রতি বুথেই থাকছে এক সেকশন বাহিনী। শান্তিপুরে বিজেপি কর্মী-সহ ২ জনের মৃতদেহ উদ্ধার। আজ ১২ ঘণ্টা বনধের (Strike) ডাক বিজেপির। বারুইপুরে তৃণমূল-আইএসএফ (TMC-ISF) সংঘর্ষ, তৃণমূল কর্মীর মৃত্যু। অন্ডালে বোমা ফেটে তৃণমূল কর্মীর মৃত্যু। বাংলার হিংসা নিয়ে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ভোট হোক অবাধ, মন্তব্য রাজ্যপালের। ভোটের আগে কমিশনের (Election Commission) কোপে আরও আইপিএস (IPS), আইএএস (IAS)। এর জেরে কমিশনের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টেবিল জুড়ে নোটের বান্ডিল। ভোটের মুখে কসবার (Kasba) তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠের ভাইরাল ভিডিও নিয়ে কমিশনে সিপিএম (CPM)। আন্দোলনের চার মাস পূর্তিতে দেশজুড়ে ধর্মঘটের ডাক সংযুক্ত কিষাণ মোর্চার। রাজ্যে দৈনিক করোনা (Corona) আক্রান্তের সংখ্যা ফের ৫০০ পার। আরও ৪ জনের মৃত্যু। করোনা আক্রান্ত আর মাধবন, মিলিন্দ সোমন।